প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২২, ৩:০৩ পূর্বাহ্ণ
ধর্ম যার যার উৎসব সবার, জিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে পূজামন্ডপ পরিদর্শন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন,ধর্ম যার যার উৎসব সবার। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান। এসময় তিনি সদর থানার শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির, শিববাড়ী ও শ্রী শ্রী কৃপাময়ী কালিমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.