সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে শীতার্ত পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সিরাজগঞ্জের ধানবান্ধি মহল্লার জে.সি রোডস্থ ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজ সংগঠন কার্যালয়ের সন্মুখ হতে উক্ত কম্বল বিতরণ করেন, সাবেক পৌরকাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠন এবং ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার। বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদ রানা।
এসময়ে ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের
সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান চান, মোঃ জহুরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মোঃ নুর ইসলাম টেক্কা শাহজাহান আলী সাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকতেল হোসেন, অর্থ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, তথ্য ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আলামিন সেখ, কার্যকরী সদস্য মাসুদুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল মালেক সহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত কয়েক দিনের হাড় কাপানো শীতে অসহায়, দুস্থ দরিদ্রদের প্রচন্ড কষ্টের অবস্থা দেখে হাজী আব্দুস সাত্তারের সহযোগিতায় শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। নতুন কম্বল গুলো পেয়ে শীতার্ত অসহায়, গরীব মানুষেরা ভীষণ খুশি মনে বাড়ী ফিরছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।