পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ও সোনাখাড়া দুইটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে ধুবিল ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার রাসেল চাল বিতরণের উদ্বোধন করেন। ট্যাক অফিসার অশোক কুমার উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়নের ২হাজার ৫শত ৪২ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
অপরদিকে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন চাল বিতরণের উদ্বোধন করেন।ট্যাক অফিসার শওকত আলী উপস্থিত ছিলেন।এসময় সোনাখাড়া ইউনিয়নের ২হাজার ৩শত ৩৪ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
উক্ত দুইটি বিতরণ অনুষ্ঠানে সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।