আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা দিলো সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মা শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবর্ধিত নতুন এমপি ড. জান্নাত আরা হেনরী মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় ধন্যবাদ জানাই।
বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার বিনির্মানে আরো অবকাঠামো খাতে উন্নয়নে চমক রাখবো ইনশাআল্লাহ। আর বেকারত্ব সমস্যা দূরকরতে সচেষ্ট থাকবো। স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে আগামী পাঁচ বছরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার প্রতিটি মহল্লা/ গ্রামের সকল ধরনের সুযোগ সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা কামনা করি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন অগ্রযাত্রা হলো "স্মার্ট বাংলাদেশ বিনির্মানে " এবার এগিয়ে যাওয়ার পালা। তাই আমি মনেকরি দলমতনির্বিশেষে উন্নয়নের নতুন অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি। সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন, "জয়বাংলা, জয়বঙ্গবন্ধু"।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়স্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু,সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী ফুজলুর রহমান ফজলু, সদস্য শামসুজ্জামান আলো সহ অন্যান্য নেতৃবৃন্দরা, সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা, সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ ও নেতৃবৃন্দরা, সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটির আহবায়ক ও যুগ্নআহবায়কগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।