আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশ আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানা বিএনপির কার্যালায়ে নয়া পল্টনে শ্রমিক সমাবেশকে সফল করতে প্রস্ততি সভা করেছে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।
কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রবিউল আলম রবির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন
কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক সরকার, মালেক শিকদার,আকবর আলী,হযরত আলী,কৃষকদল নেতা রিপন আল মামুন,ছাত্র দল নেতা হৃদয় হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।