সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা ডিগ্রি কলেজের হল রুমে সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুর স্বাক্ষরিত আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,নলকা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম,থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন ও ফারুক হোসেন প্রামানিক,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাহমুদুল হক,রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সলঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আয়নুল হকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু জানান,শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।