চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছী গ্রামের আবু বাক্কার,এর ছেলে,আরিফুল ইসলামের বাড়ির প্রপার্টির মালামাল ক্রোক করেছেন নাচোল থানা পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় এন,আই,এক্ট ১৩৮ ধারার দ্বায়েকৃত মামলায় আরিফুল হাজির না হয়ে, সে কোর্টকে অবমাননা করায় তার বিরুদ্ধে অরেন্ট ইসু করেন বিজ্ঞ আদালত।
তারি প্রেক্ষিতে আমাদের নিকট তার বাড়ির প্রপার্টির মালামাল ক্রোক করার একটি নির্দেশনা পাঠান বিজ্ঞ আদালত। আদালতের নির্দেশনায় গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে তার বাড়ির লোকজন ও গ্রামের আত্মীয়-স্বজন্দের উপস্থিতিতে, তার বাড়ির অস্থায়ী মালামাল ক্রোক করে নিয়ে আসেন নাচোল থানা পুলিশ।
এ বিষয়ে আরিফুলের সাথে, ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ২০১৮ সালে হুমায়নের নিকট থেকে লাভের উপর ৮০ হাজার টাকা নিয়ে ছিলাম। ৪ মাস পর লাভসহ ১লক্ষ টাকা দিয়ে সমাধান শেষ করা হয়েছিল। কিন্তু তার কাছে আমার ব্যাংকের চেক থেকে যায়। পরে সে আবার কেন আমার উপর মামলা করলো, আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে হুমায়নের সাথে কথা বলতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।