শিরোনামঃ
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান গ্যাস খাতে বড় সংস্কার করবে পেট্রোবাংলা মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান গাজীপুরে ৭ একর বনভূমি উদ্ধার যোগ্যতা ও উন্নয়ন দেখে ভোট দিন-খলিলুর রহমান; কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন তীব্র তাপদাহ,গাজীপুরে এক দিনে ২৩ ডায়েরিয়া রোগি ভর্তি কালিয়াহরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার চালের বিকল্প হিসেবে গম আমদানি করছে সরকার বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক আর নেই এবার ৪৫ টাকা কেজিতে চাল ও ৩২ টাকায় ধান কিনবে সরকার উন্মুক্ত হতে পারে কুয়েতের শ্রমবাজার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১ সিরাজগঞ্জে মাসব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, নিহত ১ জন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাছিম এস.এম. রেজা নূর দিপু গাজীপুরে তিতাসের অভিযান,শতাধিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  জেলা ছাত্রলীগের রাজনীতিতে নবজোয়ার আনতে সভাপতি পদে অভিঙ্গতা ও গ্রহনযোগ্যতায় এগিয়ে রাশেদ খান

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোর-বগুড়া মহাসড়ক দুর্ঘটনায় সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার ২ জন নিহত

কলমের বার্তা / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

নাটোর-বগুড়া মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবলুও খালেক নামে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের একজনের বাড়ি সিংড়া উপজেলা এবং আরেকজনের বাড়ি নন্দীগ্রাম উপজেলা বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নাটোর জেলার সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের মোঃ বাবলু মিয়া(৫০)পিতা মৃত আজিম উদ্দিন। আরেকজন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকার কুস্তা গ্রামের আব্দুল খালেক (৫৫)পিতা মৃত জচি প্রামাণিক। নিহত আব্দুল খালেক রণবাঘা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহত ও আহত তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

 

175


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর