প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
নাটোর-৪ আসনে ফের নৌকা পেলেন ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী
(বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনে ফের নৌকা পেলেন জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিস্থ বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চুড়ান্ত প্রার্থীদের মনোনয়ন নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফছিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ পর্যন্ত চলবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.