বরগুনার বেতাগীতে মিজানুর রহমান সিকদার (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩০ জুলাই) দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রীজ সংলগ্ন মহারাজের কালভার্ট এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশের খাদ থেকে মিজানুরের মরদেহটি উদ্ধার করা হয়। মিজানুর রহমান সিকদার উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা বাসন্ডা গ্রামের মোশারফ সিকদারের ছেলে।পুলিশ সুত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার ভাড়ায় মটরসাইকেল চালাতো। গত শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। রোববার সকালে মিজানুরের স্বজনেরা এসে তার নিখোঁজের কথা থানা পুলিশকে জানায়। দুপুরে পুলিশ খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।মিজানুরের বন্ধু মটরসাইকেল চালক সুমন বলেন, মিজানুর গত শুক্রবার রাতে মোটরসাইকেলে যাত্রী নিয়ে উপজেলার কাউনিয়া এলাকায় যায়। আমি তাকে যাত্রী ঠিক করে দেই। কিন্তু পরদিন সকালে শুনতে পাই সে রাতে বাড়ি ফিরে নি। ঐ দিন থেকে সে নিখোঁজ ছিলো।মিজানুরের বোন মোসা: সাবিনা বলেন, আমার ভাই শুক্রবার বিকেলে মটরসাইকেল নিয়ে বাসা থেকে বেড় হয়েছিল। রাত ১২ টার পরেও বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন দেই। কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। তার ছোট দুইটি সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেছে।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে মটরসাইকেল চালিয়ে আসার সময় অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।