নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ চালক চাই।’
"আইন মেনে সড়ক চলি,নিরাপদ ঘরে ফিরি" এই এ শ্লোগান নিয়ে, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখা'র উদ্যোগে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সিরাজগঞ্জের শহরের যমুনা নদীর পাড়ে পুরাতন জেলখানাঘাটে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক পৌরকাউন্সিলর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময়ে মোঃ সাইফুল ইসলাম, নূরুল ইসলাম, নতুন সিরাজী সহ গণ্যমান্য ব্যক্তি ও নিরাপদ সড়ক চাই (নিসচা)সিরাজগঞ্জ জেলা শাখা সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।