সের্গিও বুসকেটস আগামী জুনে বার্সেলোনা ছাড়বেন। ফ্রি এজেন্টে নতুন কোন চ্যালেঞ্জ নেবেন সাবেক এই স্পেন অধিনায়ক। এক ভিডিও বার্তায় ক্যাম্প ন্যু ছাড়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছেন তিনি।
বুসকেটসের সম্ভাব্য সেরা বিকল্প খুঁজতে মাঠে নেমেছে কাতালান কর্তৃপক্ষ। এরই মধ্যে জার্মানির দুই মিডফিল্ডারের বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে লা লিগা শিরোপা ঘরে তোলা জাভি হার্নান্দেজের দল।
তাদের একজন ম্যানচেস্টার সিটিতে খেলা ইলকে গুন্ডোগান। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে জুনে চুক্তি শেষ সিটিজেনদের। প্রস্তাব থাকলেও ম্যানসিটির সঙ্গে তার চুক্তি নবায়নের সম্ভাবনা একেবারের কম।
ফ্রি এজেন্টে জার্মানির এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। সংবাদ মাধ্যম দাবি করেছে, চুক্তির বিষয়ে অর্থাৎ বেতন-বোনাসের বিষয়ে দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছে গেছে।
এছাড়া বায়ার্ন মিউনিখে খেলা ২৮ বছর বয়সী জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিখেও নজর রাখছে বার্সেলোনা। তবে সংবাদ মাধ্যমের দাবি, কিমিখকে নিয়ে কোন প্রস্তাবে সাড়া দেবে না বায়ার্ন।
আরবি লাইপজিগে ক্যারিয়ার শুরু করা জসুয়া কিমিখ অবশ্য বার্সেলোনা কোচ জাভির বড় ভক্ত। জাভির কোচিং টেকনিক, তার পাসিং ফুটবল ভালো লাগে বলে এর আগে মন্তব্য করেছেন এই মিডফিল্ডার। জাভিকে তিনি রোল মডেল মানেন বলেও উল্লেখ করেছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।