শিরোনামঃ
এবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল যাবে পাইপ লাইনে কাতারের আমির আসছেন সোমবার রাজস্ব ফাঁকি ঠেকাতে ক্যাশলেস পদ্ধতিতে যাচ্ছে এনবিআর বাংলাদেশে দূতাবাস খুলছে গ্রিস বঙ্গবন্ধু টানেলে পুলিশ-নৌবাহিনী-ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনের টোল মওকুফ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আসছেন আরও ৪ লাখ মানুষ ৫০ বছরে দেশের সাফল্য চোখে পড়ার মতো চালের বস্তায় জাত, দাম উৎপাদনের তারিখ লিখতেই হবে মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণী ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত আরাফাতের নেতৃত্বে থানা স্বেচ্ছাসেবক লীগের নেতার উপর হামলা সিরাজগঞ্জ সদরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন অসহায় হাকিম ও আয়শা দম্পতির সহানুভ‚তি নিবাসের উদ্বোধন উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল ‘মাই লকারে’ স্মার্টযাত্রা আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত! ব্যাংকের আমানত বেড়েছে ১০.৪৩ শতাংশ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ

পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র বিক্ষোভ কুশপুত্তলিকা দাহ

কলমের বার্তা / ৩৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে সদ্য ঘোষিত একতরফা পকেট কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ ও সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

রবিবার (২৯মে) বিকেলে ওই ইউনিয়নের শিমুলতলী ও আমতলী থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল কুঠিবাড়ি ব্রিজ বাজারে এসে গণজমায়েত হয়ে চন্দনের কুশপুত্তলিকা দাহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বর্তমান সদস্য ফেরদৌস হোসেন, সাবেক জেলা বিএনপি’র সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেশকাত হাছান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেম্বার ইউসুফ আলী, সাবেক মেম্বার সহ-সভাপতি জাকির হোসেন ও জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মে দোগাছি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ওই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা আরো বলেন, ওবায়দুর রহমান চন্দন ও অ্যাডভোকেট হেনা কবির যোগসাজশে অর্থের বিনিময় এ কমিটি করেছে।অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।

ওই সমাবেশের পূর্বে ছাত্র দলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ সশস্ত্র হামলার প্রতিবাদে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বেনুকে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে আমতলীতে দোগাছি ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

139


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর