পরিচয় গোপন করে সাংবাদিক সম্মেলন এর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভি এর অনুসারীদের বিরুদ্ধে। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দুপুর ১২টার সময় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সেখানে সাদপন্থীরা নিজেদের পরিচয় গোপন করে নিরপেক্ষ হিসাবে পরিচয় দিয়েছে।
হাবিবুল্লাহ রায়হান আরো বলেন, সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কারা বা আপনারা কোন পক্ষ? উত্তরে ওনারা জানান, আমরা নিরপেক্ষ। অথচ উনারা কট্টর সাদপন্থী। এর প্রমাণ ওনারা নিজেরাই রেখে গেছেন। যা তাদের ছবিতে প্রমাণ রেখে গেছেন।
গত ২৩ শে ডিসেম্বর রিপোর্টার্স ইউনিটিতে সাদপন্থীদের প্রতিনিধি হিসেবে যারা সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাদের ভেতরে প্রফেসর মঞ্জুর নামে পরিচিত এক সাদপন্থী আজকেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। সাংবাদিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? কেন জাতির বিবেক সাংবাদিক ভাইদের সামনে ভুল তথ্য পেশ করলেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?
প্রসঙ্গত, প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীরা নৃশংস হামলা ও হত্যাযজ্ঞ চালায়। এরপরে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক তাবলীগের সাথী তওবা করে সাদ পন্থী থেকে শুরায়ী নিজামের অধিনে মেহনত শুরু করেন।
তিনি আরো বলেন, খুনি, সন্ত্রাসী উগ্র সাদপন্থীদের বিচারের দাবিতে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।