প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
পাওনা টাকা চাওয়ায় দোকানীকে ছুরিরঘাতে হত্যা, গ্রেফতার-২
চা দোকানের পাওনা ৩০০ টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে দোকানী আরিফ হোসেন (১৯) কে ছুরিরঘাতে হত্যার ১২ ঘন্টার মধ্যে জড়িত দুজনকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লার লাকসাম থেকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার ফুলফুর থানার কুকাইল গ্রামের আ: মান্নান এর ছেলে ফারুক হোসেন (২২) ও একই থানার বৌলী কুডাইল গ্রামের মো: আফজা খার ছেলে জুবায়ের (২২)।
গতকাল বুধবার বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান,গত মঙ্গলবার জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায়,চায়ের দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে দোকানীকে ২/৩ জনে মিলে ধারালো চাকু দিয়ে গলায় এবং পায়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত আরিফ হোসেন (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.