পাথরঘাটা এনসিটিএফ বরগুনার চলতি আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১.০৮.২০২২ তারিখ রোজ সোমবার। আজ বিকেল ৪.০০ ঘটিকার সময় সংকল্প ট্রাস্টের মিলনায়তনে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স- এনসিটিএফ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা শাখার আগস্ট মাসের মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াই মুভস প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিডিপির একাউন্ট অফিসার জনাবা নীলুফা আম্মান। সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা এনসিটিএফ সভাপতি শোয়েব তাসিন। শিশু সুরক্ষা বিষয়ে করনীয়, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ নিয়ে আলোচনা করা হয়। শিশু সুরক্ষা বিষয়ে করনীয় নিয়ে শিশুদের অবহিত করেন ওয়াই মুভস প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার জনাব মেজবাহ মাসুম। সভা সঞ্চালনা করেন পাথরঘাটা এনসিটিএফ ভলান্টিয়ার বশির আহমেদ সিনহা।
সভায় পাথরঘাটা এনসিটিএফ এর আরও উপস্থিত ছিলেন তানজিলা সাধারণ সম্পাদক, আয়েশা সিদ্দীকা সুবর্ণা, নাহিদুল ইসলাম নিহাদ সাংগঠনিক সম্পাদক, শাহারিয়া হাসান শিশু গবেষক , লামিয়া শিশু গবেষক , নিয়ামনি শিশু সাংসদ , তাহসিনা মুন সদস্য, তাইয়েবা ইসলাম নিঝুম প্রমুখ। সর্বশেষে সভার সভাপতি শোয়েব তাসিন সমাপনী বক্তব্য দেন এবং শিশু রক্ষা বিষয়ে কাজ করার অংগীকার ব্যক্ত করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।