বরগুনার বেতাগীতে পানিতে ডুবা প্রতিরোধে বেতাগী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে সিআইপিআরবি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বেতাগী পৌরসভার আয়োজনে ও সিআইপিআরবি‘র সহায়তায় ‘পৌরসভা ইনজুরি প্রিভেনশান কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ও সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনের সচিত্র উপস্থাপনায় এ সময় প্যানেল মেয়রএবিএম মাসুদুর রহমান, শাহিনুর বেগম, কামাল হোসেন, কাউন্সিলর গোলাম সরোয়ার রিয়াদ খান , কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন ফকির, কাউন্সিলর রমেন চন্দ্র দেবনাথ, কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল,রোফেজা আক্তার, লুতফর নেছা রীনা, পৌরসভা নির্বাহী প্রতৌশলী মো: জসীম উদ্দিন, সিআইপিআরবি‘র ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিষখালী নদীর তীর ঘেষে গড়ে ওঠা উপক‚লীয় এ জনপদের শিশুদের জীবন রক্ষার্থে সিআইপিআরবি‘র প্রকল্প যে অবদান রাখছে এবং এতে মানুষ যে ভাবে উপকৃত হচ্ছে তার প্রশংসা করে আঁচল ও সাঁতার কার্যক্রম যাতে কোনভাবেই ব্যাহত ও বাধাগস্থ না হয় সে ব্যাপারে পৌর পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।