দিনাজপুরে পার্বতীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন দায়িত্ব গ্ৰহণ করলেন।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকালে পৌরসভা মিলনায়তনে মেয়র হিসেবে সকল দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। এসময় পৌরসভার নব নির্বাচিত ১২ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
গত বুধবার পৌর সভার উদ্যোগে নতুন মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌরসভা চত্বরে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ
হাফিজুল ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর সহকারী কমিশনার ভূমি মাহমাদুল হাসান, পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুকশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন সমাজ, সাধারন সম্পাদক মোঃ গোলাম ফারুক অভি, এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় নতুন মেয়র মোঃ আমজাদ হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীলীগের এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য দীর্ঘ প্রায় ১২ বছর পর গত মাসের ০২ নভেম্বর নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক নতুন মেয়র মোঃ আমজাদ হোসেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।