প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ
পায়ের মোজার ভিতরে ইয়াবা,কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা
গাজীপুর কাশিমপুর কারগার ২ এক কারারক্ষী থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই ঘটনাটি ঘটে। এঘটনায় ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারগার ২ এর জেল সুপার আমিরুল ইসলাম। সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষী হলেন মোঃ মতিউর রহমান। তার বাড়ি সাভারের ধামরাইতে।
কারাগার সূত্রে জানা যায়, কাশিমপুর কারাগারে টিউটিরত অবস্থায় কারারক্ষী মতিউর রহমানকে দেহ তল্লাশি করা হয়। এসময় তার পায়ের মোজার মধ্যে থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি ব্লুটুথ উদ্ধার করা হয়।
জেল সুপার আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.