দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ২৫ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। তিনি বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠী ২০০৬ সালে ছিল ২৫ শতাংশ, বর্তমানে ৫ দশমিক ৬ শতাংশ। আমাদের সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।’
গতকাল রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘সামাজিক সুরক্ষা কর্মসূচি: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে ওয়েভ ফাউন্ডেশন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘সামাজিক খাতে এবারের যে বাজেট বরাদ্দ তা জিডিপির প্রায় আড়াই শতাংশ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তরের জন্য বরাদ্দও বেড়েছে।’
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।