প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
পুলিশের গুলিতে ছাত্র নিহতের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার সময়
রাজধানীর উত্তরা ৪ নং সেক্টরে হক কেক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন রাতেই কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তিনি জানান,গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো.হৃদয়কে হত্যা মামলায় এজহার ভুক্ত ৫৬ নম্বর আসামি ছিলেন আনিসুর রহমান মাষ্টার।
তিনি আরো বলেন,বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আনিসুর রহমান মাষ্টার (৪৮) কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকার মৃত আলেক মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এর দায়িত্বের পাশাপাশি, কোনাবাড়ী থানা আ লীগের সদস্য,৯ নং ওয়ার্ড আ.লীগের সা:সম্পাদক এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি কুদ্দুস নগর স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা ও পরিচালক।
জানাযায় গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় নামে এক শিক্ষার্থী পুলিশের গুলিতে মারা যায়। ওই ঘটনায় নিহতের ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামালয় ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে
আসামি করা হয়।
নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণীতে পড়তেন। লেখা পড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন।
হৃদয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহ বলেন,এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.