পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে এ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম বদরুল কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া রিজিয়নের সহকারি পুলিশ সুপার হরিশ্বর রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাইওয়ে পুলিশ কমিউনিটি ফোরামের সলঙ্গা থানার সভাপতি হেদায়েতুল আলম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার হরিশ্বার রায় তার বক্তব্যে বলেন,পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।