প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশন এর বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে শান্ত মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কাঠমিস্ত্রী ছিলেন।
নিহত শান্ত মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মধ্যপাড়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
আজ বুধবার বিকেল ৫টার দিকে পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব দক্ষিণ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শান্ত একজন কাঠ মিস্ত্রী। শান্ত মোটরসাইকেল নিয়ে গাজীপুরের মীরেরবাজার হইতে ইফতারি নিয়ে বসুগাঁও এলাকায় রেললাইন ক্রস করে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে চিটাগাং উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের এস আই নাজিউর ইসলাম জানান লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি। সুরতল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইন গত ব্যাবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.