প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ
প্রতিপক্ষের হামলার তিনদিন পর হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/SP_1609219810.jpeg)
গাজীপুরের কালিয়াকৈরে জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । গেলো রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসার পর মারা যায়। জাকির হোসেন উপজেলার মাঝুখান গ্রামের মৃত সাহাবুদ্দিনের এক মাত্র ছেলে ।
নিহতের স্বজনদের অভিযোগ, জাকির হোসেনের পৈত্রিক সম্পত্তি হঠাৎ জবরদখল করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত একই গ্রামের সফিকুল ইসলাম ও তার লোকজন । ওই জমির বিরোধকে কেন্দ্র করে ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার সফিকুল ও তার লোকজন জাকির হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারধর করে । পরে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা । পরে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা । পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতরাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, বিষয়টি জেনেছি । হাসপাতালে পুলিশ গিয়ে পর্যবেক্ষণ করে এসেছে । হত্যার বিষয়ে অভিযোগ এখন পায়নি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.