রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় ৮ ঘটিকায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বেতাগী উপজেলা শাখার সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগ (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মেহেদী হাসান জুয়েল রানার সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য রাখছেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মনির সিকদার, সাধারণ সম্পাদক লিচন আকন, উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম লিটন ফরাজি প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।