প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তি, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা নৌকা মার্কার চেয়ারম্যান ফোরাম।
বুধবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা কদমতলাতে সলঙ্গা থানা নৌকা মার্কার চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,সলঙ্গা থানা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, জেলা ছাত্রলীগের সদস্য মো: নাসিমসহ প্রমুখ।
এসময় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সলঙ্গা থানা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, জাতীয় শ্রমিকলীগ সলঙ্গা থানা শাখার সভাপতি মাসুদ রানা শান্ত, থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ ৬টি ইউনিয়নের প্রায় দেড় হাজার নেতাকর্মী ও জন সাধারণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।