মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: কারুপন্য উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ে কারুপন্য উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় SME ফাউন্ডেশন এর আয়োজনে ফেব্রিক কাটিং ও সেলাই কৌশল নিতে আসা ৩০ জন প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রশিক্ষনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের এগিয়ে নিতে ২০ জনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণার্থী বাকী ১০ জন নারী উদ্যক্তা ফোরাম এর সদস্য। মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এই ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ নিয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার শহীদ মোহাম্মদ আলী সড়ক দেব টাওয়ারের করুপণ্য উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান'টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(ADM) রামকৃষ্ণ বর্মন।অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ লিজা বেগম।ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়েক সম্পাদক,মোঃ নজরুল ইসলাম স্বপন।
আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, শাহ্ নাজমুল হুদা এ্যাপোলো। ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক মোঃ আরিফুর ইসলাম প্রমুখ। পরিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।