পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর সভার ৮ নং ওয়ার্ড নিবাসী ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের কাগজ বাউফল প্রতিনিধি ইমাম হোসেন মনা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৩) বছর।
সাংবাদিক ইমাম হোসেন মনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, প্রেসক্লাব বাউফল সহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) সকাল ৬,৩০ মিনিটের দিকে হ্রদযন্ত্রজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে নিকটস্থ বাউফল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে এক ভাই তিন বোন ৩ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আসর বাউফল পাবলিক মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।