জয়পুরহাট জেলার ইয়ুথ গ্রুপ সদস্য ও কমিউনিটি (সরকারী/বেসরকারী) জনগোষ্ঠীর মতামত ও পরামর্শ এবং শিখন বিষয়ক আলোচনা সভা।
সোমবার( ১৮ ডিসেম্বর ) ১০ টায় শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই প্রকল্প কর্তৃক আয়োজিত জেলার ইয়ুথ গ্রুপ সদস্য ও কমিউনিটি (সরকারী/বেসরকারী) জনগোষ্ঠীর মতামত ও পরামর্শ এবং শিখন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার ও সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদান বাস্তবায়নে অংশগ্রহণকারীদের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময়, প্রকল্পের কাজে নতুনত্ব/বিকল্প দিকসমূহ চিহ্নিতকরন এবং প্রকল্পের কাছে প্রত্যাশা, পরামর্শ এবং অভিমত সম্পর্কে জানা ও ডকুমেন্টশন এর লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
টনি চন্দ্র্ ইয়ুথ সদস্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুর্শিদা খাতুন ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার, সংক্ষিপ্ত আলোচনায় সমন্বিত যৌনতা শিক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক ভিডিও প্রদর্শন করান।
সভায় অতিথি ছিলেন খাজা গোলাম মওদুদ প্রোগাম ম্যানেজার, মাহাবুবা সরদার নির্বাহী পরিচালক ( এইচ পি ডি ও )ব্র্যাকের এরিয়া সমন্বয়ক মাধুরী সূত্রধর, জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন, কামরুল হক(মাসুম) প্রধান শিক্ষক কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়, অ্যাডঃ খাতিজা ইসলাম সম্পাসহ অনেকেই।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।