নুপুর কুমার রায়,শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ সিরাজগঞ্জ এর শাহজাদপুরে গত ১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় বাংলা নাটকের বরপূত্র নাট্যাচার্য সেলিম আল দীনে ১৬ তম প্রয়াণ বার্ষিকী আয়োজন করে রবীন্দ্র থিয়েটার শাহজাদপুর ,অগ্নিশিখা প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয় পরে একে একে প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন , আলোচনা , সংগীত ও রবীন্দ্র থিয়েটারের পরিবেশনায় মঞ্চয়ণ হয় পালা নাটক কালু গাজীর অংবিশেষ , পালায় অভিনয় করেন বাবুল হাসান, আহসান হাবিব, সোলাইমান ,কল্যাণ সহ অন্যন্যরা ৷ উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন , রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, শিক্ষক , অনুরাধা মন্ডল, নীলিমা খান ,আলমাহমুদ আতা , আ: মতিন , রাকিবুল শুভ্র, রবিউল করিম ,আপন, তবলায় ছিলেন:ভবেশ চন্দ্র৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : ড. ফখরুল ইসলাম, প্রক্টর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় , বিশেষ অতিথি ছিলেন ড. মো: তানভীর আহমেদ সিডনি, নাট্যকার ও সহকারি অধ্যাপক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় , হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় , সবুজ মন্ডল, এ এ শহিদুল্লাহ বাবলু প্রমুখ৷ উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন , জনাব মো: মাহবুবুর রহমান মিলন, সহকারি অধ্যাপক শাহজাদপুর সরকারি কলেজ ও সভাপতি রবীন্দ্র থিয়েটার ৷ অনুষ্ঠানে অতিথিরা নাট্যাচার্য সেলিম আল দীনের ,নাটক, জীবন দর্শন ও দ্বৈতাদ্বৈতবাদ নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন , রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক , মেহেদি হাসান হিমু ৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।