প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
ফলাফল যাই হোক মেনে নিবো,কাজী আলিম উদ্দিন
ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ট আছে ফলাফল যাই হোক মেনে নিবো বললেন,গাজীপুর- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন।
রোববার (৭ জানুয়ারী) সকাল ১০ টা সময় কাজী আলিমুদ্দিন কলেজে তার নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন,কিছু সমস্যা হচ্ছে ভোটাররা কেন্দ্র খুঁজে পাচ্ছে না। আমাদের বুথে বিভিন্ন লোক রেখেছি তারা কাজ করছে। শীতের মধ্যে সকাল সকাল ভোটার উপস্থিতি কম। আশা করছি বেলা
বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। তিনি
বলেন,চারিদিকে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে যেমন সারা পেয়েছি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এই নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করলেও আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুর-২ সংসদীয় এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ড থেকে ৩৯ নাম্বার ওয়ার্ড (গাজীপুর সদর) ও ৪৩ নাম্বার ওয়ার্ড থেকে ৫৭ নাম্বার ওয়ার্ড (টঙ্গী) এলাকা এবং গাজীপুর ক্যান্টনমেন্ট (গাজীপুর সদর) এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৯১ হাজার ৩৪টি এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৮৭ হাজার ৯৫৬টি। এ আসনের গাজীপুর সদর এলাকার ভোটার ৪ লাখ ১৪ হাজার ৪৫৩ জন এবং টঙ্গী এলাকার ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.