প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২২, ৪:৪২ অপরাহ্ণ
ফসলী জমি থেকে বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিপূরনের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

ফসলী জমি থেকে বালু উত্তোলনের প্রতিবাদ ও ক্ষতি পূরনের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চারটি মৌজার ক্ষতিগ্রস্ত পরিবার। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম, আলী আহম্মেদ টুক্কু, টি.এম মাইনুল ইসলাম, আবুল হোসেন,রাসেল তালুকদার, আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
বক্তরা বলেন, সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪টি মৌজা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-১ হিসেবে ঘোষনা করা হয়েছে। এই মৌজার অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরন পেলেও ঘরবাড়ি, গাছপালার ক্ষতিপূরন এখন তারা পাননি।
ক্ষতি পূরন না দিয়ে উল্টো ফসলী জমির মধ্য হতে মাটি উত্তোলন করে ক্ষতিসাধান করছে। বালু মহাল বাদ দিয়ে তাদের জমির মধ্য হতে বালু উত্তোলন করায় জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলন বন্ধ না করলে যমুনা নদী গর্ভে সব বিলীন হয়ে যাবে। এজন্য বক্তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.