দোহায় এক স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় মুহূর্ত গুনছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ-২০২২ এর শেষ ম্যাচ।
গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স চায় তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখতে। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তৃতীয়বারের মতো ট্রফি ছিনিয়ে নিতে আত্মবিশ্বাসী। দুই দলের বিশ্বকাপ জেতার ইতিহাসই সমান।
ফাইনালে ওঠার পর পরই বিশ্বকাপ ঘরে তোলার প্রস্তুতিতে মেতে উঠেছে আর্জেন্টিনা সমর্থকরা। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের বাজার-দোকান-বার কিংবা ক্লাব, সব জায়গায় সেজেছে পতাকা ও আর্জেন্টিনার জার্সিসহ ফুটবলের নানান প্রতীকে। থেমে নেই বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচির ভক্তরাও। যে যেমন পারে প্রিয় দলের পতাকার আদলে বাড়ি ঘর রাঙ্গিয়ে তৈরি করেন প্রিয় দলের পতাকার রং।
আর্জেন্টাইন ভক্ত রাতুল ভূইয়া বলেন, ছোট বেলায় যখন থেকেই খেলা বুঝতে শুরু করেছি তখন থেকেই আর্জেন্টিনা দলের খেলা ভাল লাগে। সেই সময়ের বাতিসুস্তা, আয়ালা, রিকুয়েলমে এদের খেলা ছিল মনোমুগ্ধকর। এরপর মেসি তো শুধু আমার না পুরো বিশ্বের ফুটবল প্রেমিদের মন জয় করার মত খেলা খেলে যাচ্ছে। প্রতি বিশ্বকাপে তাই আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে আলাদা একটা উন্মাদনা কাজ করে আর সেটা প্রকাশের জন্য বিশ্বকাপের সময়টুকুতে প্রিয় দলের পতাকা ব্যানার ফেস্টুন টানানো আর পতাকার রঙে বাড়ির আঙিনা রাঙিয়ে বিশ্বকাপের সময় টুকু উপভোগ করি। এবার বিশ্বকাপটাও মেসির আর্জেন্টিনাই নিবে বলে বিশ্বাস করি।
ক্ষুদে আর্জেন্টাইন ভক্ত মিহিনাজ রাহিল রাহা বলেন, আমার স্বপ্ন, আমি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখবো; এটি মেসির শেষ বিশ্বকাপ, তার জন্য এটিই শেষ সুযোগ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।