দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় দিনাজপুরে ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম এর নেতৃত্বে অনুমোদন ছাড়া অবৈধভাবে কৃষিজ সার মজুদ ও বিক্রয়ের অপরাধে মাদিলাহাট ও নিমতলা বাজারে ৬ টি প্রতিষ্ঠানে মোট ৭৬,০০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-মাহমুদ এন্টারপ্রাইজ- ১০,০০০ টাকা মেসার্স তাকওয়া ট্রেডার্স- ৫০০০ টাকা ভাই ভাই ট্রেডার্স- ৫০০০টাকা আজমল ট্রেডার্স- ৩০০০টাকা জাহাঙ্গীর ট্রেডার্স- ৩০০০টাকা এবং নিমতলার জননী এন্টারপ্রাইজ- ৫০,০০০ টাকা সর্বমোট ৭৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহনুর আলম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।