সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার (১০জানুয়ারি) রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাসেল আলী (২৪) কে ৩০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৫।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পারকানসাট বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম সংলগ্ন জনৈক মোঃ ফারুক ড্রাইভারের নির্মানাধীন দোকান ঘরের সামনে, পাকা রাস্তার উপর হতে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের হরিপুর মহিলা বাজার গ্রামের এনামুল আলীর ছেলে রাসেল আলী (২৪) কে ৩০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৫।
অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির আভিযানিক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিনব কায়দায় আমের ক্যারেটে মাদক পাচার কালে তাকে গ্রেফতার করে।
এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।