শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মাসেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে-ড. আ ফ ম খালিদ হোসেন

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সব সময় সতর্ক থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, লালমনিরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান প্রমুখ। এ সময় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর