দীর্ঘ ১১ ঘণ্টা পর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে অ্যাপারেলস প্লাস লিমিটেড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন পেয়ে মহাসড়ক ত্যাগ করেন।
শ্রমিক নেতা আরমান হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন/সার্ভিস বেনিফিটসহ অনেক পাওনাদি রয়েছে। তবে আজকে তারা একমাসের বকেয়া বেতন পাওয়ার পর মহাসড়ক ছেড়ে দিয়েছে। বাকি পাওনাদির বিষয়ে আমরা শ্রমিকদের টিম নিয়ে শ্রম মন্ত্রণালয়ে যাব।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সন্ধ্যা সাতটার সময় চালু হয়েছে। এক মাসের বেতন পেয়ে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়েছে।
এর আগে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা-ভোগরা অংশ অবরোধ করে আন্দোলন করে অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা। যার ফলে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ ছিলো মহাসড়ক। গতকালও সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের দাবীতে শ্রমিকেরা আন্দোলন করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।