জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে স্থানীয় শাহ্ হাবিবুল্লাহ’র মাজার শরিফে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে, সুপ্রিমকোট অফ বাংলাদেশ এ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম বলেছেন, “যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের এ দেশটি সৃষ্টি হতো না, সেই বঙ্গবন্ধুকে ঘাতকেরা স্বপরিবারে হত্যা করলো যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত হত্যাকান্ড। বাংলার কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে, বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকদের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি”। এর আগে শাহ হাবিবুল্লাহ'র মাজার শরিফের সামনে থেকে এক শোক র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধরী শুভ্র, উপজেলা আ’গের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহজালাল, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু, মো. ফখরুল ইসলাম এ্যাডভোকেট, সুপ্রিমকোট অফ বাংলাদেশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো, মনিরুল ইসলাম প্রমূখ। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।