গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা রসুলপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেণী কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্লাকবোর্ড দিয়ে ডেকে রাখা হয়েছে। অথচ এই ছবির স্থান হবার কথা ছিলো বিদ্যালয়ের অফিস কক্ষে। কেন ছবিগুলো অফিস কক্ষে না রেখে শ্রেণীকক্ষে রাখা হলো তা জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সেসময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে মুঠোফোনে নিজেকে এক প্রভাবশালী নেতার ভগ্নিপতি পরিচয় দিয়ে সাংবাদিকের সঙ্গে অশোভনিয় আচরণ করে কি করতে পারেন করেন বলে জানান। শুধু তাই নয় এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে আরও নানা অভিযোগ।
শিক্ষার্থীদের পাঠদানেও রয়েছে তার অনিয়ম, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদানের কথা থাকলেও সেখানে দেখা যায়, পাঠদান চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তারপর সবাই উধাও। আবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষকে ব্যবহার করা হচ্ছে ধানের গোডাউন হিসেবে। সে ধানের গোডাউনের ব্যবহারকারীও আবার ঐ বিদ্যালয়ের অফিস সহকারী। ভবনের নিচ তলায় দেখা যায়, শিশুদের খেলাধুলার স্থানে মেশিন দিয়ে ধান মাড়াই করার মহা উৎসব।
আর এই শ্রেণীকক্ষ, বিদ্যালয়র ভবন ও শিশুদের খেলাধুলার স্থান কৃষি কাজে ব্যবহারের অনুমিত দিয়েছেন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের কথা সাদুল্লাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল্লাহিস শাফিকে জানালে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।