বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে ভালুকা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার নেতৃত্বে নেত্রকোনা জেলার প্রত্যান্ত অঞ্চলে অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ভালুকা উপজেলা কৃষক লীগ।
৩০(জুন)বৃহস্পতিবার সকালে ২০০ পরিবারের খাদ্যসামগ্রী সহায়তা নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভালুকা উপজেলা কৃষক লীগ। বন্যার্তের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিঃস্বার্থ কাজ করেছে একঝাঁক কৃষক লীগের কর্মীরা।
ভালুকা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া তার নিজস্ব তত্ত্বাবধায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২০০ পরিবারের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল,আলু ইত্যাদি।
ভালুকা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া বলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে নেত্রকোনার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ছোট্ট প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ কৃষক লীগের দিক নির্দেশনায় ভালুকা উপজেলা কৃষক লীগ সবসময় অসহায় সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।