খাইরুল ইসলাম মুন্না, বরগুনা : বরগুনায় শিশু সংগঠন ন্যশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলার অন্তর্গত ছয়টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোন ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ (০২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও সিবিডিপি ওয়াই মুভস প্রজেক্ট, বরগুনার বাস্তবায়নে বেতাগী, বামনা, পাথরঘাটা, বরগুনা সদর, আমতলী, তালতলী এনসিটিএফ ছয় উপজেলা ও দুর্যোগ কবলিত অঞ্চল নলটোনা ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি উম্মে হাবিবা রূপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী কমিটির সভাপতি চিত্ত রঞ্জন শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল, সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মালেক মিঠু, জনতা ব্যাংক এর সাবেক মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, সিবিডিপি ওয়াই মুভস প্রজেক্ট অফিসার আবু ইউসুফ সাঈদ, বেতাগী এনসিটিএফ সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না, আমতলী এনসিটিএফ সভাপতি মোঃ আরিফ, নলটোনা এনসিটিএফ সভাপতি সাইফুর নাহার ফিহা, পাথরঘাটা এনসিটিএফ সহ সভাপতি তাইয়েবা ইসলাম নিঝুম, বামনা এনসিটিএফ শিশু সাংসদ সদস্য শাকিরা ইসলাম প্রমুখ।
সভায় এনসিটিএফ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় বাস্তবায়িত কার্যক্রমগুলো তুলে ধরেন। পাশাপাশি পরবর্তী তিন মাসে কী কী কাজ করা হবে সে সম্পর্কেও আলোচনা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।