সন্ধ্যায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার ইফতার মাহফিল। বেতাগী টেকনিক্যাল কলেজে মিলনায়তনে সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সহ ৬৪ জেলার সদস্যরা একত্রে অনলাইনে সংযুক্ত থেকে নিজ নিজ জেলার ইফতারের সময়সূচি অনুযায়ী ইফতার পালন করেন।
ইফতার মাহফিলে বরগুনা জেলার ভলান্টিয়ার ফর বাংলাদেশ সভাপতি মো. রুবেল সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না সঞ্চালানায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইসরাত জাহান লিমা ও এলুমনাই সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা। এসময় ঢাকার প্রধান কার্যালয় থেকে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ ধ্রুব সহ “ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম” এর মোসাদ্দেক হোসেন রুবেল, সৌরভ সাহা ও নাজিবা নাজমি রশিদ অবণি এবং আরও অনেকে অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
একইসাথে অনলাইনে সংযুক্ত থেকে ইফতার করতে পেরে বরগুনা সহ প্রতিটি জেলার সদস্যরা আনন্দ প্রকাশ করে এবং এই ধারাবাহিকতায় আগামী বছরগুলোতেও একইভাবে ইফতার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করে।
“জাগো ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা করবী রাকসান্দ ধ্রুব এর হাত ধরে ২০১১ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর পথচলা শুরু হলেও ধীরে ধীরে এটি বিস্তার লাভ করে। ২০২০ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা” এর পথচলা শুরু হয় এবং ২০২২ সালে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” ৬৪টি জেলায় নিজেদের কার্যক্রম শুরু করতে সক্ষম হয়। “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” মূলত “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস” এর ১৭ টি লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। এছাড়াও দেশের বিভিন্ন জরুরী প্রয়োজনে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর সদস্যরা সব সময় নিয়োজিত থাকে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।