নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার (৬ সেপ্টম্বর) সিরাজগঞ্জ শাহজাদপুরে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, অশুভ দুষ্ট শক্তি দমন, শিষ্ট শুভ শক্তিকে রক্ষা এবং শিষ্টের লালন করতেই এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই এ দিনটিকে উপলক্ষ্য করে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। এ দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র সহ ব্যানার-ফেস্টুন নিয়ে পৃথক পৃথক শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গনে এসে সমবেত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয় ও এসময় তারা বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে আনন্দে শামিল হন। পরে আশ্রম প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাভলু, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শাহজাদপুরের স্থানীয় শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান মালার মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ভজন কীর্তন, প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রী কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।