প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা
মোঃ জাহাঙ্গীর আলম (হাসান) স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টার সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ আলম।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে মোঃ জাহাঙ্গীর আলম (হাসান) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর
সদস্য প্রফেসার মোঃ মফিজ উদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন বিভিন্ন জেলার সদস্য বৃন্দ।
এছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সকল জেলা, উপজেলা,ইউনিয়ন, এবং ওয়ার্ড পর্যায়ের সকল সদস্যদের নিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানে হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে হবে। প্রতিটা পল্লী চিকিৎসককে সচেতন হয়ে নির্ভরযোগ্য চিকিৎসা সেবা দিতে হবে। যেন কোন রোগীকে হয়রানির শিকার না করে ।
তিনি আরও বলেন, কোন পল্লী চিকিৎসক যেন ডেট ওভার মেডিসিন ফার্মেসীতে না রাখে। সেই সাথে ফার্মেসী করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র করতে হবে। তারপর কোন প্রসাশন বা কোন দুষ্কৃতী ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাহলে তাদের বিরুদ্ধে আপনার হয়ে অত্র সংগঠন (বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি) সহযোগিতা করবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.