পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে ১৫-০১-২০২৩ খৃঃ রবিবার সকাল ১১ ঘটিকায় ধূলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের দূর্গখ্যাত ধূলিয়া ইউনিয়নে সমাবেশকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান।উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদের সদস্য,উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান শিরাজ। কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ মনির মোল্লা, ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন দেওয়ান,ধূলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান রব প্রমূখ।
সমাবেশে-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।