প্রায় ৭কোটি ৫৩লক্ষ টাকা ব্যায়ে নির্মিত পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন শুভ উদ্বোধন হয়েছে ২২-৫-২০২৩খ্রি রোজ সোমবার বিকাল ৪ টায় নব নির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আ স ম ফিরোজ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌছেছে,পটুয়াখালী অঞ্চলে পায়রা পোর্ট,শেখ হাসিনা সেনানিবাস,তাপ বিদ্যুকেন্দ্র সহ ব্যাপক উন্নয়ন হয়েছে,বাউফলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট হয়েছে,বাউফল কলেজ সরকারি সহ ব্যাপক উন্নয়ন হয়েছে,এছাড়া দেশের উন্নয়নের জন্য তিনি নৌকায় পুনরায় ভোট দিতে আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,সহকারি কমিশনার ভূমি বায়েজিদুর রহমান,বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,পটুয়াখালী জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, প্রেসক্লাব বাউফলের সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ,ও সুধী মন্ডলী উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।