শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

বাউফলে ট্রলি চাপায় বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টারের নাম : / ৮১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ট্রলিচাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।ওই সময় মদনপুরা ইউপির গাজি বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আহতকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, ‘তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রলিচালক শাকিবকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর