পটুয়াখালীর বাউফল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বশির গাজী। আজ ১০ জুলাই রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খাঁন রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি ফিরোজ আলম, সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল, সহ সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি জাফরান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ,প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,জনাব মোঃ নাসির উদ্দিন, নির্বাহী সদস্য প্রেসক্লাব বাউফল,জনাব মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রেসক্লাব বাউফল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এর আগে সকালে তিনি উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।