পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা সাইফুল ইসলামের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছি। এবং আমি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল ৩নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি। আমি ঢাকাতে বসবাস করি। শারীরিক অসুস্থতার কারনে বাড়িতে আসি। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে আমার বাড়িতে ছাত্রলীগ নেতা মাহামুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায় এবং আমার বাড়িঘর ভাংচুর করে। আমাকে জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে আমরা যৌথ বাহিনীকে অবহিত করি।
এর আগে ছাত্রলীগ নেতা মাহামুদ মামার জোরে আমাদের এলাকার ১০/১২ জন গরীব অসহায় লোকের ফেয়ার কার্ড জব্দ করেন। এর প্রতিবাদে আমার চাচা আলমাচ ফকির ১লা অক্টোবর উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেন। আর সেই অভিযোগের ভিত্তিতে আমার ও আমার পরিবারের উপর এহেন কর্মকাণ্ড ঘটায়।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।