পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যদিবালোকে এক মহিলা মেম্বারের কাছে থাকা মোটা অংকের টাকা সহ হাতের আংগুলে থাকা স্বর্নের আংটি ছিনতাই ও শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে সাদ্দাম সিপাই ও মিলন খান নামে এক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ই জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজার ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলালিংক টাওয়ারের কাছে।
অভিযোগকারী ওই মহিলা মেম্বারের নাম মোসাঃ রোজী ইসলাম (২৯), সে সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। তার স্বামীর নাম আতিকুল ইসলাম হারুন। তার বাড়ি ওই ইউনিয়নের গোসিংগা গ্রামে।
আর ওই ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য সাদ্দাম সিপাই (২২), পিতা মোঃ তপন সিপাই এবং মিলন খান (২৩), পিতা মোঃ বশার খান একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডভূক্ত বিলবিলাস গ্রামে বাড়ি।
মহিলা মেম্বার রোজী ইসলাম অভিযোগ করে বলেন, সাদ্দাম সিপাই ও মিলন খান এলাকায় অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং কিশোর গ্যাংয়ের লোক। আমি বিকেল বেলা ইউনিয়ন পরিষদে কাজ সেরে পায়ে হেঁটে বাংলালিংক টাওয়ারের কাছে আসলে ওরা মোটরসাইকেল যোগে এসে আমার পথরোধ করে দাড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করিলে হঠাৎ তারা আমার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করে। এসময় ব্যাগের ভেতর থাকা আমার ৪৫ হাজার টাকা ও হাতের আংগুলে থাকা স্বর্নের আংটি ছিনতাই করে নিয়ে যায়। এবং আমাকে শ্লীলতাহানি সহ ধাক্কা মেরে চলে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্তমানে আমি ঢাকায় চিকিৎসাধীন আছি। তবে বিষয়টি জেনে আমি থানা পুলিশকে অবগত করেছি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।